ভুলি নাই সেই গ্রামটিরে আমার

গ্রাম-বাংলা (নভেম্বর ২০১১)

ডাঃ সুরাইয়া হেলেন
  • ৬৬
  • 0
  • ২৪
আসিয়াছি আমি,আসিয়াছি আবার
দেখিতে আমার পল্লী গ্রামটিরে,
আসিয়াছি আমি সেই নদীটির তীরে!

ক্ষেত,মাঠ- ঘাট, বিল- প্রান্তর শুয়ে আছে
নিবিড় মমতায় করিছে আলিঙ্গন
একের সাথে অপরের স্নেহের বন্ধন!

ফলিয়া আছিল ধানের ছড়া
উড়িতেছে কত পাখ-পাখালি পায়রা
কেউবা কাটিয়া নিয়াছে ধানের পসরা!

ক্ষেতের আ’লে দাঁড়িয়ে আছে
সেই পুরাতন আমগাছ সারি সারি
রাখাল কোন এক বসিয়া আছে
ইহাদেরি ছায়ায়,এক রূপকথার
রাজকন্যার লাগি,বাজাইছে বাঁশিটি তারি!

বিলের পানিতে মাছ মারিতেছে ঘাঁই,
বাঁশের কঞ্চি এক বাঁকা হয়ে আছে
ঝিলের পানিতে কোন এক কাদাপানির দেশে,
তাহার ওপরে দুলিতেছে মাছরাঙা এক
রঙিন স্বপ্ন পাখায় মেখে,ঠোঁটে নিয়ে মীনেরে শেষে!

বউটির সাথে ছোট শিশুটি করিছে সিনান,
ঘাটের পারে রাখিয়াছে ছড়ায়ে
কলসী,বাসন-কোশন,রঙিন কাপড় তার!
ছিটাইতেছে জল দুই কিশোরী সখি একে অপরে,
হাসিতেছে,ডুবিতেছে,ভাসিতেছে আর!

বাড়ির বাহিরে খড়ের গাদায়
গড়াইতেছে শিশু এক ধূলাবালি মাখি
লেবু ফুল ফুটিয়াছে,গন্ধে করিছে মাতোয়ারা
খেজুর গাছে ঝুলিতেছে হাঁড়ি
কেউ বুঝি বাঁধিয়া রাখিছে রসের লাগি!

ভিতর বাটিতে বাঁধানো কুয়ার উপরে
ঝুঁকিয়া পড়িয়া বালতিতে দড়ি বাঁধি
পানি ঐ তুলিতেছে কোন এক বধূ
আরো ঝুঁকিয়া কিশোরী ননদিনী
হাসিয়া গাহিয়া শব্দ করিতেছে বারবার
প্রতিধ্বনি শুনিবারে শুধু!

গোয়ালের বাহিরে গরুগুলি গামলায়
খাইতেছে খইল আর ভূষি,
উঠানে ধান শুকাতে দিয়া
কঞ্চি হাতে পাহারা দিতেছে
বুড়ি দাসী বুঝি!

সন্ধ্যা আসি ঘনাইতেছে এই গ্রামটির
ভিতর বাটির উঠোনে উঠোনে,
মাদুর বিছায়ে পড়িতেছে পুঁথি
চশমা চোখে দাদীজান সুরে সুরে!
ইউসুফ- জুলেখার কাহিনী শুনাইতেছে
চোখ দিয়া ঝরিতেছে পানি
বলিতেছে জুলেখার করুণ সুরে,
‘কলেজা মে লাগাও ছুরি নিকাল যাও’
বুঝিবা সেই কয়েদী ইউসুফেরে!

ভুলি নাই আমি,ভুলি নাই
সেই গ্রামটিরে আমার
আসিয়াছি আমি,আসিয়াছি তাই
তাহার নিকটে,ইহারেই দেখিবারে আবার!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
rakib uddin ahmed আমি গ্রামান্চলে বসবাস করিনি।গ্রাম বলতে যতটুকু জানি -তা সব মিলিয়ে দেড়-দু'মাস(উত্তরবঙ্গ আর ময়মনসিংহ),আর বই,পেপার-এতটুকুই।তবে আপনার কবিতার ফ্রেমে চমৎকার প্রষ্ফুটিত হতে দেখেছি গ্রামের চিত্রকে এক নজরেই।এবং কবিতাটি নিশ্চই ছিলো অনেক শ্রমসাধ্য।ধন্যবাদ
ডাঃ সুরাইয়া হেলেন অনেক ধন্যবাদ নীল ।ভালো থাকবেন ।
নিলাঞ্জনা নীল চমত্কার..........
ডাঃ সুরাইয়া হেলেন অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ফজলুল হাসান,আখতারুজ্জামান,সুজন,মানিক,সোহেল।ভালো থাকুন নিরন্তর ।
ডাঃ সুরাইয়া হেলেন অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ওয়াসিম,সুমি,মামুন,আশা ।ভালো থাকুন সতত ।
আশা চমৎকার একটি কবিতা পেলাম আপু। অসাধারণই লাগল। গ্রাম-বাংলার চিত্র খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আপনার কুশলী কলমের শব্দগাঁথুনিতে।
সোহেল মাহরুফ ভাল লাগলো।
আনিসুর রহমান মানিক ভুলি নাই আমি,ভুলি নাই সেই গ্রামটিরে আমার-------অনেক ,অনেক ভালো লাগলো /
মামুন ম. আজিজ জীবনানন্দের সুর ধ্বনিত হলো যেন।
মোঃ আক্তারুজ্জামান ফাতেমা প্রমি ঠিক বলেছে- আসলেই অদ্ভুত সুন্দর একটা কবিতা|

২৩ এপ্রিল - ২০১১ গল্প/কবিতা: ৪৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪